লাখো মানুষের ভালোবাসা আর শ্রম ঘামে লালিত বাঁধনের একজন সদস্য হতে পেরে আমি অনুপ্রাণিত ও গর্বিত। আমার দৃঢ় বিশ্বাস, বাঁধন অচিরেই এর অভিষ্ট লক্ষে পৌঁছে যাবে। রজতজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে আমি বাঁধনের সকল সদস্য, রক্তদাতা এবং শুভাঙ্খাক্ষীদের জানাই অভিনন্দন ও শুভকামনা।
মানুষ মানুষের জন্যে। একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন - এ স্লোগানকে ধারণ করে ১৯৯৭ সালে বাঁধনের যাত্রা শুরু। অনেক চড়াই-উৎরাই পার হয়ে বাঁধন এ বছর গৌরবের রজতজয়ন্তী উৎযাপন করতে যাচ্ছে। ২৫ বছরের এই যাত্রাপথে অনেক মানুষ বাঁধনের সহায়তা নিয়ে পৃথিবীর আলো-বাতাস দেখছে। অনেক মানুষের ত্যাগ -তীতিক্ষা মিশে আছে এই সংগঠনের পরতে পরতে। লাখো মানুষের ভালোবাসা আর শ্রম ঘামে লালিত বাঁধনের একজন সদস্য হতে পেরে আমি অনুপ্রাণিত ও গর্বিত। আমার দৃঢ় বিশ্বাস, বাঁধন অচিরেই এর অভিষ্ট লক্ষে পৌঁছে যাবে। রজতজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে আমি বাঁধনের সকল সদস্য, রক্তদাতা এবং শুভাঙ্খাক্ষীদের জানাই অভিনন্দন ও শুভকামনা।
আমাদের সকলের গর্বের সংগঠন বাঁধন। ঠিক ২৫ বছর আগে মানবতার সুপ্ত আবেগ নিয়ে যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সংগঠনের দৃঢ় ভিত্তির জন্ম দিয়েছি ব্যাক্তিগত ব্যাস্ততায় আমরা অনেকে সংগঠন থেকে দূরে। রজতজয়ন্তীর এই মহেন্দ্র ক্ষনে আপনাদের সকলের সাথে সাক্ষাতের অপেক্ষায়। অক্টোবর ২৪, ২০২২ রজতজয়ন্তী র্যালি ও অক্টোবর ২৮, ২০২২ মিলন মেলায় আপনাদের পদভারে মুখরিত হোক প্রিয় সংগঠন।
আসন্ন রজতজয়ন্তীর মিলনমেলায় মিলিত হবে 'বাঁধন'এর প্রতিষ্ঠাকালীন সদস্য থেকে শুরু করে আজকের নবীন কর্মী। জ্যেষ্ঠ কর্মীদের কাছ থেকে জানার সুযোগ হবে 'বাঁধন'এর প্রথম দিকের পথচলা সম্পর্কে যা উদ্ধুদ্ধ করবে নবীনদের। অতীতের সাথে বর্তমানের হবে সেতুবন্ধন যা ভবিষ্যতে মসৃণ করবে 'বাঁধন'এর পথচলা। তাই আপনিও রেজিস্ট্রেশন করুন এবং ইতিহাসের অংশ হবার সুযোগ গ্রহণ করুন।